শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় রিচা ঘোষর জন্মদিন পালন করা হল।মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে জন্মদিন পালিত হয়।
জানা গিয়েছে, রিচা ঘোষ বর্তমানে দেশের বাইরে।তাই এদিন অনাড়ম্বরভাবেই জন্মদিন পালিত হয়। উপস্থিত ছিলেন রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ।
এদিন শিলিগুড়ি ক্রিকেট লাভার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মনোজ ভার্মা বলেন, এই মাঠ থেকে খেলে বড় হয়েছে রিচা ঘোষ।আজ দেশে বিদেশে দাপিয়ে বেড়াচ্ছে।তাকে অনেক শুভেচ্ছা।আগামীতে টেস্ট ম্যাচে আরও বেশি করে রান করে শিলিগুড়ির নাম আরও উজ্জ্বল করবে সে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচা ঘোষের কোচ বরুণ ব্যানার্জী সহ অন্যান্যরা।