‘মাইক্রো ফাইন্যান্স এর ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে হবে’-দাবিতে সরব ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা বৃন্দ

শিলিগুড়ি,৮ অক্টোবরঃ ‘মাইক্রো ফাইন্যান্স এর ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে হবে এবং সুদ মকুব করতে হবে’।এই দাবীতে সরব ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা বৃন্দ।


বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ ও পরে মহকুমা শাসকের হাতে দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হল।

এদিনের কর্মসূচিতে উপস্থিত শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শংকর ঘোষ জানান, করোনা মহামারীর কারণে সারা দেশের সাথে রাজ্য লকডাউন ঘোষণায় ছোট থেকে বড় ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়ে। এই কারণে যারা মাইক্রো ফাইন্যান্স লোন নিয়েছে তারা ঋণ পরিশোধ করতে পারেনি।আনলক হওয়ার পরে সেই সব মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি গ্রাহকদের ওপর চাপ দিচ্ছে।সেই কারনেই আজ তারা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *