শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ শহরের গুরুত্বপূর্ণ দুটি নদী জোড়াপানি এবং ফুলেশ্বরীর অবস্থা একেবারেই যুতসই নয়।এই দুই নদী নিয়ে সমীক্ষা চালায় অপ্টোপিক।
সমীক্ষা চলাকালীন কতগুলি বিষয় অপ্টোপিকের নজরে আসে।যেমন নদীর প্রাকৃতিক মিষ্টি জলের ধারার মুখ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, শহরের একটা বড় অংশের নর্দমার জলের ধারা এই নদীগুলিতে এসে মিশছে।ব্যক্তিগত স্বার্থে নদীর অংশ দখল যে কারণে অনেক জায়গাতেই নদী নালার চেহারা নিয়েছে।এছাড়াও অনেক বাড়ির নিকাশি ব্যবস্থা সরাসরি নদীর সাথে যুক্ত রয়েছে।
বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে অপ্টোপিক সংস্থার সদস্যরা জানান, জোড়াপানি ও ফুলেশ্বরী নদী এখন অবহেলায় জর্জরিত।তাই এই নদীগুলি নিয়ে অপ্টোপিক ও ইচ্ছেবাড়ির যৌথ উদ্যোগে শুরু হয় জোড়াপানি ও ফুলেশ্বরী নদী সমীক্ষা।এই সমীক্ষায় সাহায্য করতে এগিয়ে আসেন প্রখ্যাত লেখিকা ও নদী গবেষক শ্রীমতী জয়া মিত্র, প্রাণিবিদ্যা অধ্যাপক সুদীপ বরাট।
তারা আরও জানান সকলের একটু সচেতনতা এবং কিছু সরকারি উদ্যোগ আবার এসমস্ত নদীকে সাবলীল গতিতে ফিরিয়ে আনতে পারে।