শিলিগুড়ি,২৮ মেঃ করোনার হাত থেকে বাঁচতে নানান উপায় অবলম্বন করছেন সাধারণ মানুষ।এদিকে চতুর্থ দফার লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।রাস্তায় চলতে শুরু করেছে বেশকিছু ট্যাক্সি।এবার করোনা থেকে বাঁচতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে দেখা গেলো শিলিগুড়ির ট্যাক্সি চালকদের।আজ বাগডোগরা বিমানবন্দরে দেখা গেলো নিজেদের সুরক্ষার জন্য চালকের আসনটি প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছেন ট্যাক্সি চালকেরা।
এই বিষয়ে বাগডোগরা ট্যাক্সি ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মিলন সরকার জানান,চালকদের সুরক্ষা জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।যাতে কোন যাত্রীর সংস্পর্শে কোন চালক না আসে৷প্রত্যেক চালকদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে৷প্রত্যেক যাত্রীকে ট্যাক্সিতে বসানোর আগে স্যানিটাইজ করা হচ্ছে৷পাশাপাশি চালকদের মাক্স ও হ্যান্ড গ্লাভস বাধ্যতামূলক করা হয়েছে৷