শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা।মৃত্যু হল দুই যুবকের।গুরুতর আহত আরও একজন। মৃতদের নাম পঙ্কজ সরকার ও শিবরাজ দাস।আহত যুবকের নাম রোহিত বর্মন। তিনজনের বাড়ি হায়দারপাড়া ও শিবরামপল্লি এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি স্কুটিতে করে তিন যুবক যাচ্ছিল।আশিঘর মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিনজনই।সেইসময় পেছন থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের।গুরুতর আহত অবস্থায় রোহিত বর্মনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ি, ভক্তিনগর থানা এবং আশিঘর সাব-ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় এক স্কুল পড়ুয়া। এরপর থেকে ট্রাফিক পুলিশ বিশেষ নজরদারি ও সচেতনতা অভিযান চালালেও দুর্ঘটনা কমেনি।এক মাসের মধ্যেই ফের বড়সড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।
স্থানীয়দের অভিযোগ, ইস্টার্ন বাইপাস জুড়ে পর্যাপ্ত ট্রাফিক নজরদারির অভাব রয়েছে।ফুটপাত দখল করে দোকানের সামগ্রী রাখা, পাশাপাশি বেপরোয়া গাড়ি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।দুর্ঘটনা কমাতে কঠোর পদক্ষেপের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
