রাজগঞ্জ, ১৯ নভেম্বরঃ দুটি গাড়ির সংঘর্ষ, মৃত্যু হল ১ জনের।মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি-সাহুডাঙ্গি রাজ্য সড়কের গকুলভিটা গ্রামে। মৃত ব্যক্তির নাম নারায়ণ আচার্যী (৬০)। তার বাড়ি ওই গ্রামেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণ বাবুর আমবাড়ির বিন্নাগুড়ি অঞ্চল মোড়ে একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও তিনি দোকান থেকে স্কুটিতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির সামনে পৌঁছনোর মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে তার স্কুটিতে।রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।ঘটনার পর পরিবার ও স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
