রাজগঞ্জ, ১৬ অক্টোবরঃ কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।রবিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকায়।ঘটনায় আহত হন আরও এক যুবক।মৃতের নাম মহম্মদ মুফতি আজম(২১)।বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগছ এলাকার বাসিন্দা ছিলেন যুবক।
জানা গিয়েছে, গতকাল রাতে দুটি বাইকে চার যুবক তালমা এলাকায় ভিডিওগ্রাফির কাজ করতে গিয়েছিল। রাত ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে সারিয়াম এলাকায় পিছন দিক থেকে আসা একটি গাড়ি মুফতির বাইকে ধাক্কা মারে।বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে।গুরুতর জখম হন তারা।
স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মুফতিকে মৃত বলে ঘোষণা করে।অন্যদিকে আহত যুবক অনুপ মজুমদার হাসপাতালে চিকিৎসাধীন।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ঘটনার খবর পেয়ে সোমবার পরিবারের সঙ্গে দেখা করেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকের হোসেন।তারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।