ইসলামপুর, ২৩ জুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির আহত আরও ১ জন।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার কালীবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে।মৃতের নাম সবুজ আলম(৪০)।আহতের নাম জিয়াউল হক।
জানা গিয়েছে, সবুজ আলম এবং জিয়াউল পাঞ্জিপাড়ায় কোনো কাজে গিয়েছিলেন।সেখান থেকে বাড়ি ফেরার পথে কালীবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের অনুমান কোনো বড় লরি পেছন থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের এবং গুরুতর জখম হন ১ জন।আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।