শিলিগুড়ি, ৩ জুলাইঃ সিটি অটোকে ধাক্কা স্কুল বাসের।তাতেই সিটি অটো ফুটপাতে উঠে যায়।সেই সিটি অটোর ধাক্কাতেই এক মহিলার মর্মান্তিক মৃত্যু হল।
বুধবার হাসপাতাল মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।মৃত মহিলার নাম রাখি বিশ্বাস রায়।রবীন্দ্রনগরের বাসিন্দা।
তিন বছরের সন্তান রয়েছে।সামনেই গৃহপ্রবেশ ছিল।সেজন্য বোনের সঙ্গে বাজার করতে এসেছিলেন। দুর্ঘটনায় গুরুতর জখম হন।জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান মহিলা।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, সিটি অটোটিকে পেছন থেকে স্কুল বাসটি সজোরে ধাক্কা মারে।এরপরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অটো বা বাস যার ই দোষ থাক, পুলিশ কে আরো সক্রিয় হতে হবে , যানযট ততপরতায়
স্কুল বাসের ড্রাইভারদের অনেকের ই ড্রাইভিং এর হাত ভালো না। কয়েকদিন আগে এইভাবে একজন বাইক আরোহীকে ধাক্কা মারে। আমার নাতি ঐ স্কুল বাস করে বাড়ি ফিরছিল। আচমকা সজোরে ব্রেক কসবায় আমার নাতি ছিটকে পরে এবং হাতের বিরাট অংশ কেটে যায়। নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। সাতটা সেলাই পরে।
প্রায় স্কুল বাস এর accident হচ্ছে..বাচ্চারাও আঘাত পাচ্ছে কিন্তু কারোর কোনো হুঁশ নেই..
পুলিশ তো বাইকের চালান কাটতেই বেশি ব্যস্ত।। ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা তাঁদের কাজ নয়। আজকে একটা গাড়ি কে আটকালে ইউনিয়ন থেকে প্রেসার আসে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়।। কাউকেই কিছুই বোলার নেই। বাইক আরোহী তো একা তাঁদের কষ্ট কে বোঝে?