বাগডোগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির

বাগডোগরা, ২৩ নভেম্বরঃ সোমবার গভীর রাতে বাগডোগরার গুরুদুয়ারা সংলগ্ন ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।দুর্ঘটনায় দু-টুকরো হয়ে যায় দেহ।


জানা গিয়েছে, গভীর রাতে ফ্লাইওভারের রাস্তায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ভারি ও দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।

পরে বাগডোগরা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom