শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ কালিম্পং থেকে শিলিগুড়ি আসার পথে দুর্ঘটনা।ঘটনায় মৃত্যু এক মহিলা সহ ৩ জনের।আহত ২।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কাছে।
জানা গিয়েছে, এদিন কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল একটি চার চাকার গাড়ি।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে বেঙ্গল সাফারি পার্কের কাছে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার।বাকি ৪ জন গুরুতর জখম হন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন।
দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।