ইসলামপুর, ১৬ মেঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা ৩১ নম্বর জাতীয় সড়কে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম হলেন ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যান শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।ইসলামপুর থানার ধনতলা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি।ঘটনায় পিকআপ ভ্যানের চালক সহ আরও ২ জন গুরুতর জখম হন।ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নামেন।
খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।যদিও আহতদের পরিচয় জানা যায়নি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।