শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক পুলিশ কর্মী সহ এক সিভিক ভলেন্টিয়ার।
জানা গিয়েছে, জরুরী কাজে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ কর্মী শুভঙ্কর রায় ও সিভিক ভলেন্টিয়ার সাদ্দাম হোসেন দুজনে একটি বাইকে করে ঘোষপুকুরের দিক থেকে ফুলবাড়ির দিকে আসছিলেন।সেইসময় কমলা চা বাগান এলাকায় একটি চারচাকার গাড়ির ধাক্কায় দুর্ঘটনা কবলে পড়েন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।তড়িঘড়ি তাদের উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোম পাঠানো হয়েছে।
কিভাবে দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।অন্যদিকে চারচাকার গাড়িটিকেও আটক করেছে পুলিশ।
