খড়িবাড়ি, ৭ জানুয়ারিঃ ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চিকিৎসকের।খড়িবাড়ির বুড়াগঞ্জের দ্বারাবক্সের ঘটনা।
জানা গিয়েছে, মোটরসাইকেল করে নকশালবাড়ি-ঘোষপুকুর রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিলেন চিকিৎসক।সেইসময় উল্টোদিক আসা একটি আলুবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় দার্জিলিং সদর হাসপাতালের চিকিৎসক রাজেশ মল্লিকের।মৃত চিকিৎসক শিবমন্দিরের সালকাভিটার বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে মৃত্যু হয় তার।ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্ৰস্ত গাড়ি ২টিকে বাজেয়াপ্ত করেছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
