খড়িবাড়ি রাজ্য সড়কে বিদ্যুৎতের খুঁটিতে ধাক্কা বাইকের- মৃত্যু ২ জনের, আহত ১ 

খড়িবাড়ি, ৩ জানুয়ারিঃ খড়িবাড়ি রাজ্য সড়কে বিদ্যুৎতের খুঁটিতে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত্যু হল ২ জনের, আহত আরও এক।মৃতদের নাম বিশ্বজিৎ বর্মন ও রনদ্বীপ রায়। আহতের নাম সূর্য সিংহ। খড়িবাড়ির পানিট্যাঙ্কির বাসিন্দা। 
জানা গিয়েছে, তিন বন্ধু নকশালবাড়ি থেকে বুড়াগঞ্জ এর দিকে যাচ্ছিল।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বাইক।ঘটনায় ছিটকে পড়ে ৩ জন। 
স্থানীয়রা তাদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে জায়।সেখানে ২জকনের মৃত্যু হয়।আহতকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 
গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *