বাইক ও চারচাকার মুখোমুখি সংঘর্ষ- মৃত্যু ১ জনের, আহত ১

খড়িবাড়ি, ১ নভেম্বরঃ বাইক ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির কল্যানপুরে।মৃতের নাম মুনুরাজ তির্কি(৩০) বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা।


শুক্রবার সকালে খড়িবাড়ির উদ্দেশ্য যাচ্ছিল একটি চারচাকার গাড়ি।কল্যানপুরে চারচাকা ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় আহত হন বাইক চালক ও আরোহী।তাদের উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বাইক আরোহীর।বাইক চালক বর্তমানে চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ।ঘাতক চারচাকা গাড়ি ও বাইকটিকে আটক করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *