খড়িবাড়ি, ১ এপ্রিলঃ ফের জাতীয় সড়কে দুর্ঘটনা।শুক্রবার রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন এলাকায় ৩২৭ জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পানের দোকানে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর জখম হন পান দোকানের মালিক।
জানা গিয়েছে, বিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল গাড়িটি।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পানের দোকানে ধাক্কা মারে গাড়িটি।ঘটনায় জখম হন পান দোকানের মালিক অনিল রায়।ঘটনার পর আহতকে উদ্ধার করে প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় পরে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক।ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা গাড়িটিতে ভাঙচুর চালায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
