ফাঁসিদেওয়া, ৭ মেঃ ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ৩১ডি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা।মৃত্যু হল একজনের।মৃতের নাম সিদ্ধার্থ মালাকার।পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।৫ দিন আগেই বিয়ে হয়েছিল যুবকের।
জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘোষপুকুরের দিকে যাচ্ছিল যুবক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর বাইক।ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
পরে স্থানীয়রা ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
