শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ কাজ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির।মৃতের নাম পুলক পাল(৫১)।শিলিগুড়ি থানা অন্তর্গত আশ্রমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন ব্যক্তি।
জানা গিয়েছে, ভক্তিনগর থানা অন্তর্গত এলাকায় একটি মার্বেল কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন পুলক পাল।প্রতিদিনের মত গতকাল সন্ধ্যে নাগাদ ডিউটি শেষ করে বাইকে করে বাড়িতে ফিরছিলেন।সেইসময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
যেখানে দেখা যায় শালুগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান পুলক পাল।সেইসময় একটি ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।
খবর পেয়ে ভক্তিনগর থানা ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।পুলক পালের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।গোটা ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ।