শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের তরফে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল।পথনাটক এবং নাচের মাধ্যমে মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়।
এদিন এই কর্মসূচিতে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, এসিপি মসুদুর রহমান এবং এডিসিপি অভিষেক মজুমদার, জংশন ট্রাফিক গার্ডের আইসি ঋদম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, সকলের ট্রাফিক আইন মেনে চলা উচিত। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সফল করতে সাধারণ মানুষকে সহযোগিতা করার আবেদন করেন তিনি।