শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ ‘রোড সেফটি’ নিয়ে শিলিগুড়ির নীলনলিনী বিদ্যামন্দিরে সচেতনতামূলক অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হল।
এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে সচেতনতা র্যালিও বের করা হয়।এই র্যালিতে মোট সাতটি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে।র্যালিটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নীলনলিনী বিদ্যামন্দিরে এসে শেষ হয়।এরপর স্কুলে পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক প্রীতি গোয়েল, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্যরা।অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতন করা হয়।
এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠান করা হবে।আগামীতে স্কুলের গণ্ডি পেড়িয়ে পড়ুয়ারা কলেজে যাবে।গাড়ি নিয়ে চলাচল করার সময় তারা যাতে ট্রাফিক নিয়ম মেনে চলে সেকারনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলাশাসক প্রীতি গোয়েল জানান, ১৬-১৮ বছর বয়সী পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ট্রাফিক নিয়ম নিয়ে পড়ুয়াদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।স্কুলের বাসগুলি যাতে বেপরোয়াভাবে যাতায়াত না করে তা নিয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।