গোয়া থেকে ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার দুপুর নাগাদ গোয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, রুপঙ্কর ও প্রয়াত কেকের বিতর্ক নিয়ে ভিডিও বানিয়েছিলেন তিনি। সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন এমনকি সেই ভিডিওতে কটূক্তি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশ প্রশাসন সম্পর্কেও।
এমনই অভিযোগ জানিয়ে শনিবার তৃণমূলের মুখপাত্র পরিচয় দিয়ে রোদ্দুর রায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গোয়া থেকে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার। এর আগেও বেশকিছু বিতর্কিত ভিডিয়ো করে সেগুলি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেওয়ার অভিযোগ ছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে।
