শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজিত হল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত সহ বিভাগীয় প্রধানরা।বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।এদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশি জোর দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন হাসপাতালে বহু রোগী বহিঃবিভাগে চিকিৎসা করাতে আসেন।মাঝেমধ্যেই সেখানে চুরি, ছিনতাইয়ের মত ঘটনা ঘটে।পাশাপাশি হাসপাতাল চত্বরে অবৈধভাবে দোকান বসার ফলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।সেই কারণে হাসপাতালে পুলিশকর্মীর সংখ্যা বৃদ্ধি, নিরাপত্তা কর্মী নিয়োগ থেকে নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হলেও সহযোগিতা না মেলার অভিযোগ উঠেছে।