শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ পুজোর দিন থেকে ক্রমাগত মৃত্যু হয়েছে ১১৭জন রোগীর।সঠিক চিকিৎসা পরিষেবা না পেয়েই এতজন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ডিওয়াইএফআইয়ের।দ্রুত চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার দাবিতে রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ প্রর্দশন করল দার্জিলিং জেলা ডিওয়াইএফআই।
এদিন সুপার অফিসের সামনে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি শচীন খাতি অভিযোগ করে বলেন, সরকার ও মেডিক্যাল কর্তৃপক্ষের গাফিলতির জন্য এই মৃত্যু হয়েছে।চিকিৎসা পরিষেবা তলানিতে।চিকিৎসা পরিষেবা সঠিক করতে আমরা আন্দোলন চালিয়ে যাব।