জলপাইগুড়ি, ৩১ মার্চঃ ঈদ উপলক্ষে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সদর হাসপাতালের মাতৃমা বিভাগ ও যক্ষ্মা রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হল।এদিন প্রায় এক হাজার রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে ফল ও মিষ্টি তুলে দেওয়া হয়।
রহমান হাউস ফোরাম এবং নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক, সুরজিৎ পাল সহ অন্যান্যরা।
এই বিষয়ে পদ্মশ্রী করিমূল হক বলেন, ঈদ উপলক্ষে সকল রোগীকে ফল ও মিষ্টি বিতরণ করেছি।এই ধরনের উদ্যোগ সমাজে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।