শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীকে চড় মারার অভিযোগ উঠলো চিকিৎসকের বিরুদ্ধে

শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ রোগীকে চড় মারার অভিযোগ উঠলো চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মউ মন্ডল নামে এক রোগী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান। পরিবারের দাবি, সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন যে রোগীর অবস্থা ততটা গুরুতর নয়, তাই তাকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু হাসপাতাল চত্বরের বাইরে বেরোতেই আবার অসুস্থ হয়ে পড়ে মউ। পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান। এরপর তাকে অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসার সময় কর্তব্যরত ডাক্তার তাকে চড় মারেন বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি, চিকিৎসার নামে রোগীর সঙ্গে অত্যন্ত অমানবিক আচরণ করা হয়েছে।
এই ঘটনার পরই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।পরে শিলিগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
রোগীর পরিবারের সদস্যরা জানান, যে চিকিৎসকের ওপর রোগীর সুরক্ষার দায় থাকে, তাঁর কাছ থেকেই এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেন সেই চিকিৎসক। তিনি জানান, রোগীকে চড় মারা হয়নি। রোগীর অবস্থা গুরুতর ছিল না। তাঁর সাইকোলজিক্যাল সমস্যা ছিল। তাকে জল দেওয়া হয়, হাঁটাচলা করতে বলা হয়েছে।রোগীকে সামলানোর জন্য কিছু পদক্ষেপ নিতে হয়, যা চিকিৎসার অংশ বা ‘লাইন অফ ট্রিটমেন্ট’। 
ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং শিলিগুড়ি থানার পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকের পক্ষ থেকে কোনও ভুল বা অনিয়ম প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *