কোচবিহার,১১ জানুয়ারিঃ ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে।জীবিত অবস্থাতেই রোগীকে মৃত বলে ঘোষণা করার অভিযোগ রোগীর পরিবারের।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, কোচবিহার ২নম্বর ব্লকের বানেশ্বর এলাকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় বিশাল বর্মন(১৭)।বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার পর বিশালকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু পরিবারের অভিযোগ, এই ঘটনার পর জরুরি বিভাগের সামনেই বিশালকে দুধ খাওয়ানো হলে সে প্রায় ১ লিটার দুধ খায়।এরপর পুনরায় তাকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়।কিন্তু তখনও বিশালকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ঘটনার পর মৃতের পরিবারের তরফে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।