রাজগঞ্জ,২০ এপ্রিলঃ আসন্ন ঈদ উপলক্ষে রোজাপালনকারী দুঃস্থ ও বিশেষভাবে সক্ষমদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় বেশ কিছু গরিব পরিবার রয়েছে যারা রোজা পালন করতে গিয়ে সেহরি ও ইফতারের সামগ্রী জোগাড় করতে সমস্যায় পড়েন। পাশাপাশি নতুন বস্ত্র কিনতে পারেন না। এমন শতাধিক মানুষদের সাহায্যে এগিয়ে এলো রাজগঞ্জ থানার পুলিশ।
বৃহস্পতিবার রাজগঞ্জ থানা এলাকার সুখানি, মাঝিয়ালি, সন্ন্যাসীকাটা, পানিকৌরি ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ওই অসহায় পরিবারদের বাড়িতে গিয়ে তাদের হাতে নতুন বস্ত্র ও ইফতারের খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ আধিকারিকরা। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, রমজান মাসে রোজা পালনকারী কিছু দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র দিয়ে সাহায্য করা হল।

