রাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারিঃ রোজগার মেলার মাধ্যমে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
সোমবার কেন্দ্র সরকারের তরফে দেশ জুড়ে ৪৭ টি যায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রিমোটের বোতাম চেপে ১ লক্ষের বেশি নতুন নিযুক্ত হওয়া কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।পাশাপাশি এদিন যুব সমাজের উদ্দেশ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী।
রোজগার মেলার অঙ্গ হিসাবে বিএসএফের রাধারবাড়ি সেক্টর হেড কোয়ার্টারে অনুষ্ঠানের মাধ্যমে মহিলা সহ প্রায় ১৫৪ জন জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন তাদের মধ্যে বেশকয়েকজনের হাতে নিয়োগ পত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী নরন্দ্রেমোদীর সরকার প্রতিজ্ঞাবদ্ধ দেশের যুবসমাজের বেকারত্ব দূর করতে।প্রধানমন্ত্রী দেশের ১০ লক্ষ যুবক যুবতীদের সরকারি চাকরি দেওয়ার কথা বলেছেন।সেই লক্ষ্য পূরণের পথে।আজও এই রোজগার মেলার মাধ্যমে দেশজুড়ে এক লক্ষেরও বেশি যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।