রাজগঞ্জ, ২৩ ডিসেম্বরঃ রোজগার মেলার মাধ্যমে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সোমবার কেন্দ্র সরকারের তরফে দেশ জুড়ে ৪৫টি যায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রিমোটের বোতাম চেপে রোজগার মেলার উদ্বোধন করেন।৭১ হাজার নতুন নিযুক্ত হওয়া যুবক যুবতীদের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেওয়া হল।পাশাপাশি এদিন যুব সমাজের উদ্দেশ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রোজগার মেলার অঙ্গ হিসেবে বিএসএফের রাধারবাড়ি সেক্টর হেডকোয়ার্টারে অনুষ্ঠানের মাধ্যমে মহিলা সহ প্রায় ২৬৪ জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।এদিন তাদের মধ্যে ২৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আজ রোজগার মেলার মাধ্যমে ৭১ হাজার যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১০ লক্ষ যুবক যুবতীদের সরকারি চাকরি দেওয়ার কথা বলেছেন।সেই লক্ষ্য পূরণের পথে। বিভিন্ন যায়গায় পাশাপাশি আজ রাধারবাড়ি বিএসএফ ক্যাম্পে ২৬৪ জনের হাতে এই নিয়োগ পত্র তুলে দেওয়া হল।