আলিপুরদুয়ার, ১৭ জুলাইঃ দীর্ঘ ১০ বছর মামলা চলার পর খুনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করল অলিপুরদুয়ারের ACJM-2 আদালত।
জানা গিয়েছে, ২০১১ সালে মিঠু সেনগুপ্তের ওপর হামলা করে রকি দাস এবং তার ভাই হকি দাস।সেইসময় মিঠু সেনগুপ্ত প্রাণে বেঁচে গেলেও,ডান হাতটি হারান তিনি।ঘটনার পর মিঠুর স্ত্রী আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে রকি ও হকিকে গ্রেফতার করে পুলিশ।পরবর্তীতে রকি জামিনে মুক্তি পায়। হকিও জামিন পায়।
এদিকে হাত হারিয়ে ,কর্মক্ষমতা হারিয়ে মানসিক অবসাদের জেরে প্রায় দেড় বছর আগে আত্মহত্যা করে মিঠু।যদিও মিঠুর স্ত্রী আইনি লড়াই চালিয়ে যেতে থাকেন এদিন অলিপুরদুয়ারের ACJM-2 আদালত দুই অভিযুক্ত রকি দাস ও হকি দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় ঘোষনায় খুশি মিঠুর পরিবার।সঠিক বিচার পেয়েছেন বলে জানান তারা।