তুফানগঞ্জ,২৪ ডিসেম্বরঃ তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত রামপুর ২ নম্বর অঞ্চলের সিঙ্গিমারি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মৃত তৃণমূল কর্মীর নাম খালেক মিয়াঁ(৭০)।তৃণমূলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা খুন করেছে খালেক মিয়াঁকে।
যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির পর্যবেক্ষক উৎপল দাস।তার পাল্টা অভিযোগ,তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার পুলিশ।পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।