ইসলামপুর,১৪ জুনঃ আজ বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ইসলামপুরের মহকুমাশাসক সপ্তর্ষি নাগের উদ্যোগে ও WBCS এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং ইসলামপুর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ইসলামপুর পলিটেকনিক কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিনের রক্তদান শিবিরে উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা রক্তদান করেন।
জেলাশাসক বলেন,এই শিবিরে ২০০ জন মানুষের রক্তদান করার কথা রয়েছে।এই কোভিড পরিস্থিতিতে রক্ত সংকটের সৃষ্টি হয়েছিল।সেই কারনেই এই শিবিরের আয়োজন।এই পরিস্থিতিতে সকলের উচিত এগিয়ে এসে রক্তদান করা।