শিলিগুড়ি,১০ নভেম্বরঃ কোভিড-১৯ নেটওয়ার্ক এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিনের রক্তদান শিবিরে ১৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার সংকল্প নেওয়া হয়।
এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিসিপি হেড কোয়ার্টার জয় টুডু।উপস্থিত ছিলেন কোভিড-১৯ নেটওয়ার্কের সদস্য ডাঃ কল্যাণ খাঁ,অনির্বাণ রায় এবং ডাঃ সন্দীপ সেনগুপ্ত।এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থব,এসিপি চিন্ময় মিত্তল।
এদিনের অনুষ্ঠানে কমিশনার জানান,এই করোনা মহামারিতে বিভিন্ন হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিচ্ছে।তাই এই অবস্থায় রক্ত সংকট মেটাতে সকলকে রক্তদান করার জন্য এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি।এছাড়াও কলকাতা হাইকোর্টের নির্দেশানুযায়ী করোনা আবহে কালীপূজা,দীপাবলি এবং ছট পূজায় বাজি না পোড়ানোর কথা বলেন তিনি।