শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ শহরে বেড়েই চলেছে অনলাইন লটারির দাপট।প্রশাসনের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছে অবৈধ ব্যবসা।
শুক্রবার শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় লটারির দোকানের আড়ালে চলছিল অনলাইন লটারির কারবার।সংবাদমাধ্যমে ঘটনার খবর সম্প্রচারিত হতেই শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে তিনজনকে গ্রেফতার করে।ধৃতদের নাম সন্তোষ কুমার গুপ্তা, সিদ্ধার্থ চক্রবর্তী এবং ভোলা মন্ডল।সেই দোকান থেকে উদ্ধার হয় ২টি ল্যাপটপ ১ টি প্রিন্টার ও নগদ কিছু টাকা।শনিবার ধৃতদের আদালতে পাঠানো হয়।
অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হন বিজয়ী সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।তিনি বলেন,গোটা রাজ্যজুড়েই অবৈধ কারবার চলছে।লটারির দোকানের আড়ালে অবৈধ কারবার চলছে এগুলো মেনে নেওয়া হবে না।এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।