রঙিন মাছের চাষ করে স্বাবলম্বী হওয়ার আশায় বুক বেঁধেছেন গজলডোবার মাছ চাষিরা

রাজগঞ্জ,২৭ আগস্টঃ রঙিন মাছের চাষ করে স্বাবলম্বী হওয়ার আশায় বুক বেঁধেছেন গজলডোবার মাছ চাষিরা।  জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকায় কয়েকজন রঙিন মাছের চাষ করেন। এই উৎপাদিত মাছ বিক্রি করার জন্য তারা পার্শ্ববর্তী শহরের উপর নির্ভরশীল।


মিঠুন মাল নামে এক মাছ চাষি বলেন, কেরল থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৪ বছর থেকে রঙিন মাছের চাষ করছেন তিনি। আগে ২ -৩ টি প্রজাতির মাছ চাষ করলেও এখন গোল্ডেন ফিস, জেব্রা ফিস, ক্রোকোডাইল ফিস সহ বেশ কয়েকটি প্রজাতির মাছ চাষ করেন তিনি।

 গজলডোবা বাজারের পাশাপাশি, মালবাজার, জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরে এই রঙিন মাছ বিক্রি করা হয়। লাভ ভালোই হয়। তার মতো আরও কয়েকজন এই এলাকায় মাছের চাষ করেন। করোনা আবহে একটু সমস্যা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন রঙিন মাছ চাষিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubahsegel girişbaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom