শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ পুজোর আগে শহরে যানজট নিয়ন্ত্রণে আনতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।রুট অনুযায়ী টোটো চিহ্নিত করে স্টিকার লাগানো শুরু করলো পুলিশ।
জানা গিয়েছে, শহরে নম্বরযুক্ত টোটো চলাচলের জন্য চারটি রুট করা হয়েছে।সেইমত চারটি রুটের জন্য পৃথক চারটি রঙের স্টিকার তৈরি করা হয়েছে।নীল, সবুজ, হলুদ ও বেগুনি রঙের স্টিকার লাগানো হচ্ছে টোটো গুলিতে।
আজ থেকে পুলিশের তরফে টোটোগুলি চিহ্নিত করে স্টিকার লাগানো শুরু করা হল।এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর নিজে বেশকিছু টোটোতে স্টিকার লাগিয়ে দেন।এদিন উপস্থিত ছিলেন ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ট্রাফিক এডিসিপি অভিষেক মজুমদার সহ অন্যান্য পুলিশকর্মীরা।
সম্প্রতি ঘটে যাওয়া টোটোতে উঠে অপহরণ গুজবে আতঙ্কিত শহরের মানুষ।এই কথা মাথায় রেখে টোটোর রুট করার পাশাপাশি একটি কিউআর কোডও লাগানো হচ্ছে।এই কিউআর কোড স্ক্যান করলে টোটোচালকের সমস্ত তথ্য পাওয়া যাবে।
এদিন পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, টোটো চলাচলের জন্য চারটি আলাদা রুট করে দেওয়া হয়েছে।পাশাপাশি টোটোতে কিউআর কোডও লাগানো হচ্ছে।এই কোড স্ক্যান করলে টোটো চালকের সমস্ত তথ্য যাত্রীর কাছে চলে আসবে।এরফলে যাত্রীরা সুরক্ষিত থাকবেন।