শিলিগুড়ি, ২৩ জুলাইঃ রোটারি ক্লাব অফ শিলিগুড়ি সেন্ট্রালের তরফে এবং শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড সেন্টারের সহযোগিতায় একটি করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হল।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
জানা গিয়েছে, এদিনের শিবিরে ১৮-৪৫ বছর বয়সীদের কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
রোটারি ক্লাব অফ শিলিগুড়ি সেন্ট্রালের সভাপতি নবীন আগরওয়াল বলেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে শিবিরের আয়োজন করা হয়েছে।প্রায় ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের অফ শিলিগুড়ি সেন্ট্রালের সম্পাদক রজত আগরওয়াল,হেমদত্ত শর্মা, বিশাল গুপ্তা,মনোজ গুপ্তা, আশীষ সিনহাল, রামস্বরূপ পাটোয়ারি,অতুল ঝাওয়ার, সাকেট আগরওয়াল,ভবেশ ধিরাসারিয়া সহ অন্যান্য সদস্যরা।