রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণের তরফে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান

শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ শিক্ষক দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণের তরফে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হল।এদিন সংস্থার তরফে ২৭ জনকে সম্মান জানানো হয়।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিআরপিএফ গ্রুপ সেন্টারের ডিআইজি অনিল কুমার উপস্থিত ছিলেন।


ডিআইজি অনিল কুমার বলেন, গুরু মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে।কোভিড পরিস্থিতিতে শিক্ষকরা যে ভূমিকা পালন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণের সভাপতি অজয় গুপ্তা বলেন, শিক্ষকদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।আগামীতেও সংস্থার তরফে শিক্ষকদের এভাবে উৎসাহিত করা হবে। 


অন্যদিকে ডঃ কৌশিক ভট্টাচার্য বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি।

এদিনের কর্মসূচিতে রোটারি এজি এসকে সিনহা, সম্পাদক নরেশ আগরওয়াল, রোটারি উত্তরায়ণ এর প্রাক্তণ সভাপতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *