শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু।অসাবধানতায় মায়ের কামড়েই শাবক তিনটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দেয়।এরপর তাদের রাখা হয়েছিল নাইট শেল্টারে।নিজের শাবককে মুখে তুলে অন্যত্র সরাতে গিয়েই ঘটে বিপত্তি।ঘাড়ে অসাবধানতায় কামড় বসায় রিকা।এরফলে আগেই মৃত্যু হয় দুই শাবকের।একটি শাবককে বাঁচানোর চেষ্টা করে পার্ক কর্তৃপক্ষ।তবে সেই শাসবকেও মৃত্যু হল।
এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, রিকা দ্বিতীয়বার তিন শাবকের জন্ম দেয়।অসাবধানতায় কামড়ে শাবকদের সরাতে গিয়ে এই ঘটনা ঘটেছে।শাবক তিনটির শ্বাসনালী ফুটো হয় ও ঘাড়ে গভীর ক্ষত হয়েছিল।এর জেরেই শাবকগুলির মৃত্যু হয়েছে।
অন্যদিকে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, রিকার ভুলেই তিন শাবকের মৃত্যু হয়েছে।গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।