আলিপুরদুয়ার, ১২ ডিসেম্বরঃ দীর্ঘ কয়েকবছর পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিললো রয়্যাল বেঙ্গল টাইগারের।
দীর্ঘদিন ধরে বক্সায় বাঘের অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে।প্রকল্পের সন্মান বাঁচাতে ন্যাশনাল কনজারভেশন অথরিটির সবুজ সংকেত পেয়ে অসম থেকে বক্সায় বাঘ নিয়ে আসার পরিকল্পনা চুড়ান্ত করেছিল রাজ্য বনদপ্তর।
এরমধ্যেই শুক্রবার রাতে বক্সার গভীর জঙ্গলে বনদপ্তরের পাতা ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ে একটি পূর্ণ বয়স্ক পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি।এই ঘটনায় উচ্ছ্বসিত বনদপ্তর।