রাজগঞ্জ, ২৮ আগস্টঃ রোজগার মেলার মাধ্যমে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর।
সোমবার কেন্দ্র সরকারের তরফে রোজগার মেলার অষ্টম পর্যায়ে দেশ জুড়ে ৪৫ টি যায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রিমোটের বোতাম চেপে ৫১ হাজার নতুন নিযুক্ত হওয়া কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। পাশাপাশি এদিন যুব সমাজের উদ্দেশ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন রোজগার মেলার অঙ্গ হিসাবে বিএসএফ এর রাধারবাড়ি সেক্টর হেড কোয়ার্টারে অনুষ্ঠানের মাধ্যমে মহিলা সহ প্রায় ২৮১ জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন তাদের মধ্যে ২৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, এই রোজগার মেলা দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে চলছে। আমাদের উদ্দেশ্য ভারতবর্ষে যারা চাকরি পাচ্ছেন তাদের উৎসাহিত করা দরকার৷ কারন যুব সমাজ যত উৎসাহিত হবে দেশের লাভ হবে দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর এটাই উদ্দেশ্য দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজকে উৎসাহিত করতে হবে।
এদিন রোজগার মেলার উপস্থিত ছিলেন বিএসএফ এর নর্থ বেঙ্গল ফান্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল দীপক এম দামোর সহ বিএসএফ এর আধিকারিক সহ অন্যান্যরা।