শিলিগুড়ি,৯ সেপ্টেম্বরঃ আলুর দাম আকাশছোঁয়া।বিভিন্ন বাজারে আলু নিয়ে কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠছে।আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এবার ময়দানে নামলেন প্রশাসনিক আধিকারিকেরা।
আজ রেগুলেটেড মার্কেট ও চম্পাসারি বাজারে ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কৃষি বিপণন বিভাগ ও রেগুলেটেড মার্কেটের সচিব অভিযান চালান।প্রশাসনিক আধিকারিকেরা রেগুলেটেড মার্কেটের আলুর গোডাউনে অভিযান চালান এবং সেখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
রেগুলেটেড মার্কেটের সচিব অনিল শর্মা বলেন, ‘অভিযোগ উঠে আসছে যে আলু নিয়ে কালোবাজারি চলছে।সেই অভিযোগের ভিত্তিতেই আজ রেগুলেটেড মার্কেট ও চম্পাসারি বাজারে অভিযান চালানো হল।বর্তমানে রেগুলেটেড মার্কেটের আলু মান্ডিতে ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে।তবে শহরের অন্যান্য বাজারগুলিতে ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কিলো দরে আলু বিক্রি হচ্ছে।এছাড়াও ব্যবসায়ীদের আলুর স্টক যত দ্রুত সম্ভব খালি করার নির্দেশ দেওয়া হয়েছে’।