শিলিগুড়ি,১৫ অক্টোবরঃ অ্যাপের মাধ্যমে এবার শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির ঠাকুর দেখবে শহরবাসী।করোনা আবহে এবার পুজো কমিটিগুলিকে খোলামেলা পুজো মণ্ডপ করার অনুরোধ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবছর সেভাবেই তৈরি হচ্ছে পুজো মণ্ডপগুলি।
শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম।প্রতি বছর দর্শকদের জন্য যেমন নতুনত্ব থিম নিয়ে আসে পুজো কমিটি তেমনি প্রচুর দর্শনার্থী এখানে ঠাকুর দেখতে ভিড় জমান।তবে এবছর করোনা আবহে এমনটা সম্ভব নয়।যে কারণে পুজো মণ্ডপে ভিড় এড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সেন্ট্রাল কলোনি পুজা কমিটি।এবছর ঘরে বসেই অ্যাপের মাধ্যমে সেন্ট্রাল কলোনির ঠাকুর দেখতে পারবেন শহরবাসী।
সেন্ট্রাল কলোনি পূজা কমিটির তরফে জানানো হয়েছে, পঞ্চমীর দিন এই অ্যাপটির উদ্বোধন করা হবে।এই অ্যাপের মাধ্যমে অঞ্জলি সহ পুজোর অন্যান্য অনুষ্ঠানে সামিল হতে পারবেন শহরবাসী।