শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বরঃ স্ত্রী, শিশুকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে।মঙ্গলবার অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং সন্তানের ভরণপোষণের দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসেছিলেন স্ত্রী লিলি দাস।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায়।
যদিও এই অভিযোগ সম্পূর্নভাবে অস্বীকার করে গিয়েছেন লিলি দেবীর স্বামী প্রণবেন্দু চৌধুরী।আজ একটি ভিডিওবার্তার মাধ্যমে শিলিগুড়ি টাইমস’কে প্রণবেন্দু চৌধুরী জানান, তার বিরুদ্ধে তার স্ত্রীয়ের আনা সমস্ত অভিযোগ মিথ্যে।
প্রসঙ্গত, একাধিক বিয়ে, অবৈধ সম্পর্ক, লিলি দাসের ওপর শারীরিক অত্যাচার সহ একাধিক অভিযোগ স্বামীর বিরুদ্ধে এনেছিলেন খোদ লিলি দাস। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে প্রণবেন্দু চৌধুরী তার বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনেন লিলি দাস ও তার মায়ের বিরুদ্ধে।
এদিকে গতকালের পর আজ লিলি দাস গোটা বিষয়টি নিয়ে আবারও আশিঘর পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হন।তিনি জানান, পুলিশের তরফে সমস্তরকম আইনি পদক্ষেপে তাদের সাহায্য করা হবে এমনটাই জানানো হয়েছে।এখন সরকারি উকিলের সাহায্যে লিলি দাস ও তার পরিবার সমস্ত বিষয় নিয়ে লড়ে যাবেন।