শিলিগুড়ি,৬ মেঃ করোনা মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি।নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে বাসগুলি।ভিন রাজ্য থেকে আসা সমস্ত যাত্রীদের আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে এবং সেই রিপোর্ট নেগেটিভ থাকলেই সেই যাত্রীকে এই রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে।
এই বিষয়ে শিলিগুড়ি জংশন বাস অ্যাসোসিয়েশনের কর্মী আনন্দ গুপ্তা ওরফে সোনু গুপ্তা বলেন,নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।সেইমতো ভিন রাজ্য থেকে যেসব যাত্রীরা শিলিগুড়িতে আসছেন তাদের আরটিপিসিআর রিপোর্ট দেখা হচ্ছে।এছাড়াও সুরক্ষার জন্য শিলিগুড়ি থেকে যারা বাইরে যাচ্ছেন তাদেরও আরটিপিসিআর টেস্ট করানোর কথা বলা হচ্ছে।যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদেরকেই টিকিট দেওয়া হবে।বর্তমানে ২০ থেকে ৩০ শতাংশ বাস প্রতিদিন চলাচল করছে।এছাড়াও প্রশাসনের কাছে তাদের দাবি, বাসস্ট্যান্ডে প্রতিদিন বাইরে থেকে প্রচুর মানুষ আসেন।বেশিরভাগ মানুষই জানেন না যে কোথায় গিয়ে করোনা পরীক্ষা করতে হবে।তাই জংশনের কাছে একটি কোভিড টেস্টিং সেন্টার খোলা হোক।