শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ রুবেলা ভ্যাকসিন নিয়ে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে জরুরি বৈঠক করা হল।এদিন শিলিগুড়ি পুরনিগমের অধীনস্থ সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, মেয়র, দার্জিলিং এর জেলাশাসক, মেডিক্যাল আধিকারিরা বৈঠকে উপস্থিত হন।
জানা গিয়েছে, রুবেলা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের স্কুলের তুলনায় শহরের স্কুলগুলো অনেক পিছিয়ে রয়েছে।এই বিষয়ে ক্ষোভ উগরে দেন মেয়র সহ জেলাশাসক।এই নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।
১১ ফেব্রুয়ারির মধ্যেই রুবেলা ভ্যাকসিন সম্পন্ন করতে হবে।তা নাহলে স্কুলগুলোকে চিঠি পাঠানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন জেলাশাসক।