শিলিগুড়ি, ১৩ আগস্টঃ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ইন্সটিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ‘রান ফর ভারত’ ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হল আজ।ইয়ুথ ইন্ডিয়া এবং বনবাসী কল্যাণ আশ্রমের সহযোগিতায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার সকালে উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে শুরু হয় ম্যারাথন দৌড়।সালবাড়ির বনবাসী কল্যাণ আশ্রমে গিয়ে শেষ হয়।এদিনের ম্যারাথনে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।বৃষ্টির মধ্যেও প্রতিযোগীদের মধ্যে উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত কবিতা রাউত, ইন্সটিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর অরিন্দম মুখোপাধ্যায়, ইয়ুথ ইন্ডিয়ার সদস্য শৈলেশ সহ অন্যান্যরা।
‘রান ফর ভারত’ ম্যারাথন দৌড়ে পুরুষ ও মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের নগদ টাকা সহ ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।এর পাশাপাশি দশম স্থান পর্যন্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে।