শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ রেলের রানিং কর্মীদের অনৈতিকভাবে বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে এনজেপি স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করল রেলকর্মী সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি।
মঙ্গলবার স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে বিক্ষোভ দেখানো হয়।অভিযোগ, রেলের উচ্চপর্যায়ের কর্তারা অনৈতিকভাবে রেলের চালক ও গার্ডদের বদলি করে দিয়েছে।
এই বিষয়ে রেলওয়ে এমপ্লইজ ইউনিয়নের এনজেপি শাখার যুগ্ম সম্পাদক ভাস্কর তর জানান, এনজেপি স্টেশন উত্তর পূর্ব ভারতের প্রধান স্টেশন।এই স্টেশন থেকে কর্মীদের সরিয়ে দিয়ে রোড সাইড স্টেশনে পরিণত করার চক্রান্ত করছে রেলদপ্তর যা কোনমতেই সংগঠন মেনে নেবে না।আমাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলে জানান তিনি।