মীরাবাই চানুর পর টোকিও অলিম্পিক্সে ভারতকে রুপো এনে দিলেন রবি দাহিয়া।বৃহস্পতিবার কুস্তির ফাইনালে ৫৭ কেজি বিভাগে রাশিয়ার জাভুর উগুয়েভের কাছে ৭-৪ হেরে যান তিনি।তাই আপাতত রুপোতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে রবিকে।
খবর
কুস্তিতে টোকিও অলিম্পিক্সে রুপো জয় রবি দাহিয়ার
05
Aug
Aug